শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে ফতুল্লায় নির্বাচনী প্রচারণা চলাকালীন সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপিকে এখন আর আমি রাজনৈতিক দল মনে করি না। জামায়াত ১৯৭১ সালে আমাদের মা-বোনের সম্মান নিয়েছে এবং স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা করেছে।
তিনি আরও বলেন, বিভিন্ন বড় শক্তি হয়তো চাচ্ছে, বাংলাদেশকে অন্য কোনো খাতে নিয়ে যেতে। তারা ভেবেছিল তাদের কেউ ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে। সেটা যেহেতু হয় নাই, ওরা নির্বাচনও ঠেকাতে পারবে না। সারা দেশে আনন্দঘন পরিবেশে মানুষ ভোট দেবে।
শামীম ওসমান বলেন, নির্বাচন কমিশন বলেছে কেউ কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না। তবে আমরা দেখছি বিএনপি নারায়ণগঞ্জে কর্মসূচি পালন করছে। যদি এর চেয়ে বাড়াবাড়ি তারা করার চেষ্টা করে, তাহলে মানুষ কিন্তু জবাব দিয়ে দেবে। বিশেষ করে ট্রেনে আগুন দিয়ে বাচ্চাটাকে মেরে ফেলাটাকে মানুষ স্বাভাবিকভাবে নিতে পারে নাই। মানুষের মাঝে একটা ঘৃণা জমে গেছে। এই ঘৃণার যদি বহিঃপ্রকাশ ঘটে যায়, বিএনপির জন্য খুব ভয়ানক হবে।
তিনি আরও বলেন, বিএনপি যে বাচ্চা-বাচ্চা ছেলেদের দিয়ে এই কাজগুলো করাচ্ছে, আমাদের এদের জন্য মায়া হচ্ছে। কিছুদিন পর তাদের আদালতে গিয়ে দাড়াঁতে হবে। তখন কাঁদবে কিন্তু তার পরিবারের লোকেরা, লন্ডনে বসে তারেক রহমান কাঁদবে না। আমরা কারও সঙ্গে প্রতিহিংসা করতে চাই না, আমরা চাই সবাই ভালো থাকুক। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।