ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা শুরু

  • ডেস্ক :
  • আপডেট সময় ০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
  • 166

বরিশালে পবিত্র কোরআন পাঠ, গীতা পাঠ, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে একটায় এ জনসভা শুরু হয়।

এরই মধ্যে নির্বাচনী জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিকেল ৩টায় ভাষণ দেবেন তিনি।

স্থানীয় নেতারা জানান, দলের সভাপতি তার বক্তব্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন। এই জনসভা জনসমুদ্রে পরিণত ও এটি বরিশালের ইতিহাসে বৃহত্তম সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানস্থলে এরই মধ্যে বিশাল আকারের মঞ্চ নির্মাণসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

অন্যদিকে শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদিও ১ সপ্তাহ আগে থেকেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে নজরদারি চালিয়ে যাচ্ছে। এছাড়া বরিশাল থেকে বিকেলে গোপালগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী। শনিবার সন্ধ্যায় ঢাকা ফেরার কথা রয়েছে তার।

ট্যাগস

বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা শুরু

আপডেট সময় ০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

বরিশালে পবিত্র কোরআন পাঠ, গীতা পাঠ, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে একটায় এ জনসভা শুরু হয়।

এরই মধ্যে নির্বাচনী জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিকেল ৩টায় ভাষণ দেবেন তিনি।

স্থানীয় নেতারা জানান, দলের সভাপতি তার বক্তব্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন। এই জনসভা জনসমুদ্রে পরিণত ও এটি বরিশালের ইতিহাসে বৃহত্তম সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানস্থলে এরই মধ্যে বিশাল আকারের মঞ্চ নির্মাণসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

অন্যদিকে শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদিও ১ সপ্তাহ আগে থেকেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে নজরদারি চালিয়ে যাচ্ছে। এছাড়া বরিশাল থেকে বিকেলে গোপালগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী। শনিবার সন্ধ্যায় ঢাকা ফেরার কথা রয়েছে তার।