বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন লাক্স তারকা মৌসুমী হামিদ। তার হবু বরের নাম আবু সাইয়িদ রানা। শুক্রবার (১২ জানুয়ারি) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা।
গতকাল গায়েহলুদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে মৌসুমী হামিদ ও সাইয়িদ রানার। রাজধানীর বসুন্ধরায় বাসার ছাদে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মৌসুমী হামিদ বলেন, ‘আমার গায়েহলুদ হয়েছে; খুব ছোট্ট করে বাসার ছাদে এই আয়োজন করেছিলাম। রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সঙ্গে কথা বলি। সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছি।’
মৌসুমী হামিদের মতো আবু সাইয়িদ রানাও শোবিজ অঙ্গনেরই মানুষ। কারণ তিনি লেখালেখি ও নির্মাণের সঙ্গে যুক্ত। তার লেখা গল্পে অভিনয়ও করেছেন মৌসুমী হামিদ। এ তালিকায় রয়েছে— ‘রূপকথা নয়’ ও ‘গুটি’ নাটক।