বিদ্রোহীদের প্রতিরোধের মুখে পড়ে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২৯ সদস্য আবারো বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সোমবার (১১ মার্চ) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে বিজিবি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এতথ্য জানিয়েছেন।
বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, ১১ বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে বিজিপির ২৯ সদস্য মিয়ানমারের অংথাপায়া ক্যাম্প থেকে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে।
এর আগে গত ফেব্রুয়ারি মাসের ৪ থেকে ৬ তারিখ মিয়ানমার বিজিপি ও বিভিন্ন সরকারি দপ্তরের ৩৩০ জন সদস্য নাইক্ষ্যংছড়ি ও উখিয়া সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। গত ১৫ ফেব্রুয়ারি তাদের সমুদ্র পথে মিয়ানমার বিজিপির কাছে হস্তান্তর করে বিজিবি।