ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়া শহরের চেলোপাড়ার বস্তিতে আগুনে ১৪টি ঘর পুড়ে গেছে

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:০০ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
  • 205

বগুড়া শহরের চেলোপাড়ার বস্তিতে আগুনে ১৪টি টিনের ঘর পুড়ে গেছে। এর মধ্যে ১১টি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বাকি তিনটি ঘর আংশিক পুড়েছে । সোমবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে শহরের উত্তর চেলোপাড়ার রেললাইন সংলগ্ন বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল ঘটনা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, দুপুর সোয়া ১২টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আমাদের চারটি ইউনিট ১৫ মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে দুই লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি নির্ণয় করেছি। প্রকৃত ক্ষতির পরিমাণ জানতে সময় লাগবে। আগুনের সূত্রপাত কীভাবে তা এখনো আইডেন্টিফাই করা হয়নি। তদন্ত হবে। এরপর বোঝা যাবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বগুড়া শহরের চেলোপাড়ার বস্তিতে আগুনে ১৪টি ঘর পুড়ে গেছে

আপডেট সময় ০৫:০০ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪

বগুড়া শহরের চেলোপাড়ার বস্তিতে আগুনে ১৪টি টিনের ঘর পুড়ে গেছে। এর মধ্যে ১১টি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বাকি তিনটি ঘর আংশিক পুড়েছে । সোমবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে শহরের উত্তর চেলোপাড়ার রেললাইন সংলগ্ন বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল ঘটনা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, দুপুর সোয়া ১২টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আমাদের চারটি ইউনিট ১৫ মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে দুই লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি নির্ণয় করেছি। প্রকৃত ক্ষতির পরিমাণ জানতে সময় লাগবে। আগুনের সূত্রপাত কীভাবে তা এখনো আইডেন্টিফাই করা হয়নি। তদন্ত হবে। এরপর বোঝা যাবে।