ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • 100

দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার কথা থাকলেও নির্ধারিত সময়ে শুরু করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রায় এক ঘণ্টা পর বিসিবির সংবাদ সম্মেলন কক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকবেন, সেই ১৫ জনের নাম জানান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সঙ্গে ছিলেন অন্য দুই নির্বাচক আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার।

নাজমুল হোসেনকে অধিনায়ক করে ঘোষণা করা বাংলাদেশের বিশ্বকাপ দলে তেমন কোনো চমক নেই।

চোটে পড়লেও বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। এই দলে জায়গা হয়নি অলরাউন্ডার মোহাম্মাদ সাইফউদ্দিনের। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন তানজিম হাসান। বাঁহাতি স্পিনে সাকিবের সঙ্গে আছেন তানভির ইসলাম।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদ উল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম।

ট্রেভেলিং রিজার্ভ : হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব।

ট্যাগস

মার্সেল ফ্রিজ কিনে গাড়ি পেলেন ঢাকার আনিসুর রহমান

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা

আপডেট সময় ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার কথা থাকলেও নির্ধারিত সময়ে শুরু করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রায় এক ঘণ্টা পর বিসিবির সংবাদ সম্মেলন কক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকবেন, সেই ১৫ জনের নাম জানান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সঙ্গে ছিলেন অন্য দুই নির্বাচক আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার।

নাজমুল হোসেনকে অধিনায়ক করে ঘোষণা করা বাংলাদেশের বিশ্বকাপ দলে তেমন কোনো চমক নেই।

চোটে পড়লেও বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। এই দলে জায়গা হয়নি অলরাউন্ডার মোহাম্মাদ সাইফউদ্দিনের। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন তানজিম হাসান। বাঁহাতি স্পিনে সাকিবের সঙ্গে আছেন তানভির ইসলাম।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদ উল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম।

ট্রেভেলিং রিজার্ভ : হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব।