দীর্ঘ প্রতীক্ষার পর ১৪ দলের সভা ডেকেছেন জোটনেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হবে।
সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ১৪ দলীয় জোটনেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
দ্বাদশ জাতীয় নির্বাচনের পর আওয়ামী লীগ সভাপতির সঙ্গে জোটনেতাদের এটিই প্রথম সভা হতে যাচ্ছে। এরই মধ্যে নির্বাচনে আসন ভাগাভাগিসহ নানা বিষয়ে ১৪ দলে বেশ দূরত্ব সৃষ্টির গুঞ্জন রয়েছে। এমনকি এ নিয়ে খোদ শেখ হাসিনাকেই প্রশ্ন করা হয়েছে, ১৪ দল আছে কি নেই? জবাবে তিনি বলেছেন, জোট আছে, থাকবে।