ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীর সিটি ডেন্টাল কলেজে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • 29

কলেজের অভ্যন্তরে যেকোনো রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে রাজধানীর সিটি ডেন্টাল কলেজ। মঙ্গলবার (৩০ জুলাই) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মীর আইয়ুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সিটি ডেন্টাল কলেজ জন্মলগ্ন থেকে সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান। কিছু সংখ্যক ছাত্র একটি রাজনৈতিক সংগঠনে কলেজের নাম ব্যবহার করে গঠন করছে, যা কলেজ কর্তৃক অনুমোদিত নয় এবং বেআইনি। তাদের কলেজের নাম ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। কলেজে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ।’

এতে উল্লেখ করা হয়, ‘নতুন শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, সিটি ডেন্টাল কলেজ গঠনতান্ত্রিকভাবে একটি সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে যে কোনো ধরনের রাজনৈতিক সংগঠন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ও বেআইনি।

ট্যাগস

স্থবির পিএসসি, নভেম্বরে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে সংশয়

রাজধানীর সিটি ডেন্টাল কলেজে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

আপডেট সময় ০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

কলেজের অভ্যন্তরে যেকোনো রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে রাজধানীর সিটি ডেন্টাল কলেজ। মঙ্গলবার (৩০ জুলাই) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মীর আইয়ুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সিটি ডেন্টাল কলেজ জন্মলগ্ন থেকে সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান। কিছু সংখ্যক ছাত্র একটি রাজনৈতিক সংগঠনে কলেজের নাম ব্যবহার করে গঠন করছে, যা কলেজ কর্তৃক অনুমোদিত নয় এবং বেআইনি। তাদের কলেজের নাম ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। কলেজে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ।’

এতে উল্লেখ করা হয়, ‘নতুন শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, সিটি ডেন্টাল কলেজ গঠনতান্ত্রিকভাবে একটি সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে যে কোনো ধরনের রাজনৈতিক সংগঠন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ও বেআইনি।