ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিএসইসির নতুন চেয়ারম্যান মাশরুর রিয়াজ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • 28

খ্যাতনামা অর্থনীতিবিদ ড. এম মাশরুর রিয়াজকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার এই নিয়োগ দেওয়া হয়েছে।

ইতোমধ্যে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপন অনুসারে, নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৪ বছরের জন্য এম মাশরুর রিয়াজকে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে গত রোববার (১১ আগস্ট) বিএসইসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। ড. এম মাশরুর রিয়াজ তার স্থলাভিষিক্ত হলেন।

এম মাশরুর রিয়াজ নীতি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।

এম মাশরুর রিয়াজ ১৯৯৮ সালে ইউনিভার্সিটি অব নিউ ওরলিন্স থেকে এমবিএ করেন, যাতে মেজর ছিল ফাইন্যান্স ও ইকনোনোমিক্স। পরবর্তীতে ২০০৬ সালে ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি নেন। কর্মজীবনে তিনি যুক্তরাজ্য সরকারের বৈদেশিক সাহায্য সংস্থা ডিএফআইডি’র অ্যাডভাইজার এবং বিশ্বব্যাংক গ্রুপে সিনিয়র অর্থনীতিবিদ ও প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করেছেন।

ট্যাগস

বিএসইসির নতুন চেয়ারম্যান মাশরুর রিয়াজ

আপডেট সময় ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪

খ্যাতনামা অর্থনীতিবিদ ড. এম মাশরুর রিয়াজকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার এই নিয়োগ দেওয়া হয়েছে।

ইতোমধ্যে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপন অনুসারে, নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৪ বছরের জন্য এম মাশরুর রিয়াজকে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে গত রোববার (১১ আগস্ট) বিএসইসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। ড. এম মাশরুর রিয়াজ তার স্থলাভিষিক্ত হলেন।

এম মাশরুর রিয়াজ নীতি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।

এম মাশরুর রিয়াজ ১৯৯৮ সালে ইউনিভার্সিটি অব নিউ ওরলিন্স থেকে এমবিএ করেন, যাতে মেজর ছিল ফাইন্যান্স ও ইকনোনোমিক্স। পরবর্তীতে ২০০৬ সালে ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি নেন। কর্মজীবনে তিনি যুক্তরাজ্য সরকারের বৈদেশিক সাহায্য সংস্থা ডিএফআইডি’র অ্যাডভাইজার এবং বিশ্বব্যাংক গ্রুপে সিনিয়র অর্থনীতিবিদ ও প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করেছেন।