ঢাকা , রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

মাসরুর রিয়াজকে চান না বিএসইসি’র কর্মকর্তা-কর্মচারীরা

  • ডেস্ক :
  • আপডেট সময় ১২:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • 21

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মকর্তা ড. এম. মাসরুর রিয়াজ।

কিন্তু বিএসইসি’র কর্মকর্তা-কর্মচারীরা ড. এম. মাসরুরকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে চান না। শেয়ারবাজার নিয়ে দক্ষতার ঘাটতি ও সালমান এফ রহমানের সঙ্গে ঘনিষ্ঠতাসহ কিছু বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাকে চান না।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিএসইসির অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ব নির্ধারিত সভায় এমনটি জানায় নিয়ন্ত্রক সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। যে সভায় মাসরুর রিয়াজকে চেয়ারম্যান হিসেবে চান না কিনা এমন প্রস্তাবে উপস্থিত প্রায় সবাই হাত তুলে অসম্মতি জানিয়েছেন।

জানা গেছে, বিএসইসির ওইসভা শুরুর আগে উপসচিব ফরিদা ইয়াসমিন সাক্ষরিত এই সংক্রান্ত প্রজ্ঞাপনে মাসরুর রিয়াজকে ৪ বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভায় সভাপতিত্ব করেন বিএসইসির নির্বাহী পরিচালক মো, সাইফুর রহমান। এতে নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান চৌধুরী, কামরুল আনাম খান, রেজাউল করিমসহ নিয়ন্ত্রক সংস্থাটির পরিচালক, উপ-পরিচালক ও সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে মাশরুর রিয়াজের নিয়োগের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মাশরুর রিয়াজের প্রতি অনাস্থা প্রকাশ করে। অভিযোগ তোলা হয়, তিনি আওয়ামী সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান এবং ফ্যাসিবাদী সরকারের ঘনিষ্ঠজন। এমন কাউকে চেয়ারম্যান হিসেবে গ্রহণ না করারও হুঁশিয়ারি দেন তারা।

অপরদিকে, মাসরুর রিয়াজের নিয়োগ বিষয়ে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রতিক্রিয়া ছিল – তিনি শিবলী সাহেবের ঘনিষ্ঠ ছিলেন। বিএসইসির রোড শোগুলোতে অংশ নিয়েছেন। শিবলী সাহেবের নানা বিতর্কিত পলিসির সমর্থকও ছিলেন। আর সালমান এফ রহমানের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি অনেকেই জানে। যাদের একসঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। যাকে কমিশনে যোগদানকে কর্মচারীরা স্বাগত জানাবে না। যার নিয়োগের প্রজ্ঞাপনকে বাতিল করার দাবি সভায় তোলা হয়।

বিএসইসি’র কর্মকর্তা-কর্মচারীদের দাবি, মাসরুর রিয়াজ সামষ্টিক অর্থনীতি বিষয়ে অগাধ জ্ঞান রাখেন। তবে শেয়ারবাজারকে নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট দক্ষতা ও যোগ্যতা রাখে না। তিনি সরকারের বিভিন্ন প্রকল্পের গবেষণার কাজ নিজের প্রতিষ্ঠানের জন্য পেতে সরকারের প্রভাবশালীদের সঙ্গে সখ্যতা ও সম্পর্ক রেখেছেন।

সভায় উপস্থিত বিএসইসির এক কর্মকর্তা বলেন, সভায় মাসরুর রিয়াজকে চেয়ারম্যান হিসেবে চান না কিনা এমন প্রস্তাবে উপস্থিত প্রায় সবাই অসম্মতি জানিয়েছেন। যে সভায় মাসরুর রিয়াজ শেয়ারবাজারের লুটেরা এবং সবচেয়ে বেশি ঘৃণিত ব্যক্তি সালমান এফ রহমানের ঘনিষ্ঠ ও বিগত কমিশনের সঙ্গে সর্ম্পক্য রয়েছে বলে অভিযোগ তোলা হয়। এতে বলা হয়, মাসরুর রিয়াজ সালমান এফ রহমানের সঙ্গে মিলে অনেক কাজ করেছেন। যে সালমান এফ রহমানের সঙ্গে মিলে কাজও করেছেন। এছাড়া বিগত কমিশনের সঙ্গে রোড শোতে অংশগ্রহণ করেছেন। তবে বিএসইসির কর্মকর্তারা একজন নিরপেক্ষ ব্যক্তিকে চেয়ারম্যান চায়। যা মাসরুর রিয়াজ না।

ট্যাগস

মাসরুর রিয়াজকে চান না বিএসইসি’র কর্মকর্তা-কর্মচারীরা

আপডেট সময় ১২:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মকর্তা ড. এম. মাসরুর রিয়াজ।

কিন্তু বিএসইসি’র কর্মকর্তা-কর্মচারীরা ড. এম. মাসরুরকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে চান না। শেয়ারবাজার নিয়ে দক্ষতার ঘাটতি ও সালমান এফ রহমানের সঙ্গে ঘনিষ্ঠতাসহ কিছু বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাকে চান না।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিএসইসির অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ব নির্ধারিত সভায় এমনটি জানায় নিয়ন্ত্রক সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। যে সভায় মাসরুর রিয়াজকে চেয়ারম্যান হিসেবে চান না কিনা এমন প্রস্তাবে উপস্থিত প্রায় সবাই হাত তুলে অসম্মতি জানিয়েছেন।

জানা গেছে, বিএসইসির ওইসভা শুরুর আগে উপসচিব ফরিদা ইয়াসমিন সাক্ষরিত এই সংক্রান্ত প্রজ্ঞাপনে মাসরুর রিয়াজকে ৪ বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভায় সভাপতিত্ব করেন বিএসইসির নির্বাহী পরিচালক মো, সাইফুর রহমান। এতে নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান চৌধুরী, কামরুল আনাম খান, রেজাউল করিমসহ নিয়ন্ত্রক সংস্থাটির পরিচালক, উপ-পরিচালক ও সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে মাশরুর রিয়াজের নিয়োগের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মাশরুর রিয়াজের প্রতি অনাস্থা প্রকাশ করে। অভিযোগ তোলা হয়, তিনি আওয়ামী সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান এবং ফ্যাসিবাদী সরকারের ঘনিষ্ঠজন। এমন কাউকে চেয়ারম্যান হিসেবে গ্রহণ না করারও হুঁশিয়ারি দেন তারা।

অপরদিকে, মাসরুর রিয়াজের নিয়োগ বিষয়ে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রতিক্রিয়া ছিল – তিনি শিবলী সাহেবের ঘনিষ্ঠ ছিলেন। বিএসইসির রোড শোগুলোতে অংশ নিয়েছেন। শিবলী সাহেবের নানা বিতর্কিত পলিসির সমর্থকও ছিলেন। আর সালমান এফ রহমানের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি অনেকেই জানে। যাদের একসঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। যাকে কমিশনে যোগদানকে কর্মচারীরা স্বাগত জানাবে না। যার নিয়োগের প্রজ্ঞাপনকে বাতিল করার দাবি সভায় তোলা হয়।

বিএসইসি’র কর্মকর্তা-কর্মচারীদের দাবি, মাসরুর রিয়াজ সামষ্টিক অর্থনীতি বিষয়ে অগাধ জ্ঞান রাখেন। তবে শেয়ারবাজারকে নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট দক্ষতা ও যোগ্যতা রাখে না। তিনি সরকারের বিভিন্ন প্রকল্পের গবেষণার কাজ নিজের প্রতিষ্ঠানের জন্য পেতে সরকারের প্রভাবশালীদের সঙ্গে সখ্যতা ও সম্পর্ক রেখেছেন।

সভায় উপস্থিত বিএসইসির এক কর্মকর্তা বলেন, সভায় মাসরুর রিয়াজকে চেয়ারম্যান হিসেবে চান না কিনা এমন প্রস্তাবে উপস্থিত প্রায় সবাই অসম্মতি জানিয়েছেন। যে সভায় মাসরুর রিয়াজ শেয়ারবাজারের লুটেরা এবং সবচেয়ে বেশি ঘৃণিত ব্যক্তি সালমান এফ রহমানের ঘনিষ্ঠ ও বিগত কমিশনের সঙ্গে সর্ম্পক্য রয়েছে বলে অভিযোগ তোলা হয়। এতে বলা হয়, মাসরুর রিয়াজ সালমান এফ রহমানের সঙ্গে মিলে অনেক কাজ করেছেন। যে সালমান এফ রহমানের সঙ্গে মিলে কাজও করেছেন। এছাড়া বিগত কমিশনের সঙ্গে রোড শোতে অংশগ্রহণ করেছেন। তবে বিএসইসির কর্মকর্তারা একজন নিরপেক্ষ ব্যক্তিকে চেয়ারম্যান চায়। যা মাসরুর রিয়াজ না।