ঢাকা , শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

  • ডেস্ক :
  • আপডেট সময় ১২:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • 17

ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. স্বপন (৩৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (০৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে কারারক্ষিরা অচেতন অবস্থায় স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

কয়েদি স্বপনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. মেহেদী গণমাধ্যমকে জানান, ‌সকালে স্বপন কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন।

স্বপনের কয়েদি নং ৬০৩৭/এ। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন তা জানাতে পারেননি কারারক্ষী মেহেদী।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

ট্যাগস

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

আপডেট সময় ১২:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. স্বপন (৩৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (০৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে কারারক্ষিরা অচেতন অবস্থায় স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

কয়েদি স্বপনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. মেহেদী গণমাধ্যমকে জানান, ‌সকালে স্বপন কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন।

স্বপনের কয়েদি নং ৬০৩৭/এ। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন তা জানাতে পারেননি কারারক্ষী মেহেদী।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।