ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কাওরানবাজারে চাঁদাবাজি: শ্রমিক দলের আহ্বায়ক আটক

  • ডেস্ক :
  • আপডেট সময় ১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • 6

রাজধানীর কাওরানবাজারে বাজারে চাঁদাবাজির অভিযোগে তেজগাঁও থানা শ্রমিক দলের আহ্বায়ক জালাল আহমেদকে আটক করা হয়েছেন । পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন তারা।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত ১১টার দিকে কারওয়ান বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য আসেন জালাল আহমেদের নেতৃত্বে শতাধিক চাঁদাবাজ। ব্যবসায়ীরা শিক্ষার্থীদের খবর দিলে তারা এসে চাঁদাবাজদের প্রতিহত করার চেষ্টা করেন। এ সময় চাঁদাবাজদের হামলায় শিক্ষার্থীসহ একাধিক ব্যবসায়ী আহত হন। পরে শিক্ষার্থীরা জালাল আহমেদকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হবে বলে জানান ব্যবসায়ীরা।

ভুক্তভোগী ব্যবসায়ীরা সাংবাদিকদের বলেন, এখানে ব্যবসা করতে হলে শ্রমিক দলের লোকেদের চাঁদা দিয়ে করতে হবে বলছেন। পরে আমরা ছাত্রদের খবর দিলে তারা এসে আমাদের রক্ষা করে।

অভিযুক্ত জালাল আহমেদ বলেন, তিনি বাজারে সংঘর্ষ হচ্ছে দেখে মিমাংসা করতে এসেছিলেন। তিনি চাঁদাবাজির সঙ্গে জড়িত নয় বলেও দাবি করেন। তবে ব্যবসায়ী ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, তার নেতৃত্বে ব্যবসায়ীদের ওপর চাঁদার দাবিতে হামলা করা হয়েছে।

ট্যাগস

কাওরানবাজারে চাঁদাবাজি: শ্রমিক দলের আহ্বায়ক আটক

আপডেট সময় ১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

রাজধানীর কাওরানবাজারে বাজারে চাঁদাবাজির অভিযোগে তেজগাঁও থানা শ্রমিক দলের আহ্বায়ক জালাল আহমেদকে আটক করা হয়েছেন । পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন তারা।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত ১১টার দিকে কারওয়ান বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য আসেন জালাল আহমেদের নেতৃত্বে শতাধিক চাঁদাবাজ। ব্যবসায়ীরা শিক্ষার্থীদের খবর দিলে তারা এসে চাঁদাবাজদের প্রতিহত করার চেষ্টা করেন। এ সময় চাঁদাবাজদের হামলায় শিক্ষার্থীসহ একাধিক ব্যবসায়ী আহত হন। পরে শিক্ষার্থীরা জালাল আহমেদকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হবে বলে জানান ব্যবসায়ীরা।

ভুক্তভোগী ব্যবসায়ীরা সাংবাদিকদের বলেন, এখানে ব্যবসা করতে হলে শ্রমিক দলের লোকেদের চাঁদা দিয়ে করতে হবে বলছেন। পরে আমরা ছাত্রদের খবর দিলে তারা এসে আমাদের রক্ষা করে।

অভিযুক্ত জালাল আহমেদ বলেন, তিনি বাজারে সংঘর্ষ হচ্ছে দেখে মিমাংসা করতে এসেছিলেন। তিনি চাঁদাবাজির সঙ্গে জড়িত নয় বলেও দাবি করেন। তবে ব্যবসায়ী ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, তার নেতৃত্বে ব্যবসায়ীদের ওপর চাঁদার দাবিতে হামলা করা হয়েছে।